Print Date & Time : 16 September 2025 Tuesday 12:54 am

কোটালীপাড়ায় এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটানায় মামলা করা হবে বলে জানিয়েছেন ওই ছাত্রীর পিতা।

গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নের ডুমরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ওই স্কুল ছাত্রী স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ে।

এলাকাবাসী ও ভিকটের পরিবার সূত্রে জানাগেছে, ঘটনার রাতে ৯ টার দিকে ওই স্কুল ছাত্রী পাশের বাড়ির একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিল। এ সময় পূর্ব থেকে ওত পেতে থাকা ডুমরিয়া গ্রামের মহেন্দ্র ভাবুকের ছেলে মিথুন ভাবুক (২৬) ও সচীন পান্ডের ছেলে সত্য পান্ডে (২৪) ওই ছাত্রীর মুখে ওড়না পেচিয়ে একটি মাছের ঘেরপাড়ে নিয়ে দু’জনে মিলে ধর্ষন করে। এতে ওই স্কুল ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে ফেলে রেখে বখাটেরা পালিয়ে যায়।

এরপর ওই স্কুল ছাত্রী সুস্থ হয়ে বাড়ি ফিরে এসে এ ঘটনা তার মা-বাবাকে জানায়।

ওই স্কুল ছাত্রীর পিতা বলেন, আমি এ ঘটনায় মামলা দায়ের করবো। দোষীদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়।

কোটালীপাড়া থানার ওসি মোঃ জিল্লুর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পরিবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এবি//দৈনিক দেশতথ্য//এপ্রিল ২৬,২০২৩//