Print Date & Time : 12 September 2025 Friday 12:29 pm

কোটালীপাড়ায় ট্রাকচাপায় বৃদ্ধের মৃত্যু

গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি : কোটালীপাড়া উপজেলায় ট্রাক চাপায় শশী ভূষন বাড়ৈ (৭০)নামে এক বৃদ্ধ ঘুমন্ত অবস্থায় নিহত হয়েছেন ।

শুক্রবার দিবাগত রাত ১১ টার দিকে কোটালীপাড়া উপজেলার কোটালীপাড়া-রাজৈর সড়কের ছিকটিবাড়ী নামক স্থানে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহত ওই বৃদ্ধ ছিকটিবাড়ী গ্রামের মৃত হলধর বাড়ৈর ছেলে।

কোটালীপাড়া থানার ওসি মোঃ জিল্লুর রহমান এই তথ্য নিশ্চিত করে বলেন, কোটালীপাড়া থেকে গাছ ভর্তি একটি নছিমন রাধাগঞ্জ যাচ্ছিল। আর ধান ভর্তি একটি ট্রাক পিড়ারবাড়ী থেকে কোটালীপাড়া আসছিল। যানবাহন দু’টি ছিকটিবাড়িতে একে অপরকে সাইড দিতে গেলে ধান ভর্তি ট্রাকটি বাস্তার পাশ্ববর্তী একটি ঘরের ওপর গিয়ে পড়ে। ওই ঘরে বৃদ্ধ শশী ভূষন বাড়ৈ ঘুমাচ্ছিলেন। খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা ভোরের দিকে ট্রাক সরিয়ে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে। নিহত শশী ভূষন বাড়ৈ পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না করায় লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এইচ//