গোপালগঞ্জের কোটালীপাড়ায় শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ার মাধ্যমে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশ ও মদনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে এ বই উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন।
কোটালীপাড়া পৌরসভার মেয়র ও মদনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মতিয়ার রহমান হাজরার সভাপতিত্বে অনুষ্ঠিত বই উৎসবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সিদ্দিক নুর আলম, সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক হিমাংশু কুমার পান্ডে, মদনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শরমিন আরা মুন্নিসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ বছরে উপজেলায় মোট ৩ লাখ ১৫ হাজার ১০০ পিস বই শিক্ষার্খীদের মাঝে বিতরন করা হয়। এর মধ্যে প্রাথমিকের ১ লাখ ২৭ হাজার ৬৫০পিস, মাধ্যমিকে ১ লাখ ৬৯ হাজার ২৬৫ পিস এবং মাদ্রাসায় ১৮ হাজার ১৮৫ পিস বই রয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post