Print Date & Time : 13 September 2025 Saturday 9:11 pm

কোটালীপাড়ায় বিশ্ব হাতধোয়া দিবস উদযাপিত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে আজ সোমবার উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে একটি র‌্যালি উপজেলার শিল্পকলা একাডেমি চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে একটি আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আকির খান বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে হাত ধোয়া শিখানো হয়।

দৈনিক দেশতথ্য//এইচ//