গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মুত্তিযোদ্ধা লিয়াকত আলী স্মৃতি ১৬ দলীয় ব্যাডমিন্টন টুর্নাামেন্টের উদ্বোধন করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে উপজেলার মুনা জেনারেল হাসপাতাল সংলগ্ন মাঠে মুক্তিযোদ্ধা লিয়াকত আলী মোল্লা স্মৃতি সংঘের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন উদ্বোধক পৌর মেয়র হাজী মো: কামাল হোসেন শেখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী মোল্লার ভাই কৃষি ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক ইকবাল হোসেন মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুজ্জামান খান মিলন, আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন হাওলাদার, মিজানুর রহমান বুলবুল, আতিকুজ্জামান খান বাদল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুকুল, পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমান মিঠু, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী মোল্লা স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের আহবায়ক মনিরুজ্জামান ঘরামী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুন, সহ-সভাপতি শামিম দাড়িয়া, ব্যবসায়ী আমিনুল হক সাব্বির বক্তব্য রাখেন।
টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় গোপালগঞ্জ পরপর ২ গেমে প্রতিদ্ব›দ্বী খুলনাকে পরাজিত করে। বিশাল পরিসরের এই টুর্নামেন্টের প্রতিটি খেলায় ছিল দর্শকের উপচে পড়া ভিড়।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য ,১০ ফেব্রুয়ারী ২০২৩
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post