গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠন।
এ উপলক্ষে আজ বুধবার সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের আয়োজনে একটি শোভাযাত্রা দলীয় কার্যালয় চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে একটি আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়মী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সহ-সভাপতি এস এম হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, মোঃ কামাল হোসেন শেখ, আমিনুজ্জামান খান মিলন, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, রুহুল আমিন খান, ইউপি সদস্য মাজাহারুল আলম পান্না, যজ্ঞেশ্বর বৈদ্য অনুপ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাবলু হাজরা, যুবলীগ নেতা বাবুল হাজরা, নজরুল ইসলাম হাজরা মন্নু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৯ জুলাই ২০২৩
প্রিন্ট করুন
Discussion about this post