গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভার দায়িত্ব বুঝে নিলেন নবনির্বাচিত মেয়র মতিয়ার রহমান হাজরা।আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মতিয়ার রহমান হাজরা বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন।
গত রবিবার সকাল ১১ টায় পৌরসভার মেয়রের অফিস কক্ষে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে বিদায়ী মেয়র হাজী কামাল হোসেন শেখ নতুন মেয়র মতিয়ার রহমান হাজরার হাতে দায়িত্ব হস্তান্তর করেন। অনুষ্ঠানে পৌর সভার কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে মেয়র ও নবনির্বাচিত ১২ জন কাউন্সিলরকে ফুল দিয়ে বরন করে নেওয়া হয়।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস,সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, জেলা পরিষদের সাবেক সদস্য নজরুল ইসলাম হাজরা ও নির্বাচিত কাউন্সিলরসহ গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর কোটালীপাড়া পৌরসভাকে একটি দূর্নীতিমুক্ত আধুনিক স্মার্ট ও দৃষ্টিনন্দন পৌরসভা গড়ার জন্য নতুন মেয়র মতিয়ার রহমান হাজরা সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, গত ২০মার্চ কোটালীপাড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। এবং ৬ এপ্রিল ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,৯ এপ্রিল ২০২৩
প্রিন্ট করুন
Discussion about this post