Print Date & Time : 23 August 2025 Saturday 12:05 pm

কোটা সংস্কারের দাবিতে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ

ইরফান উল্লাহ, ইবি প্রতিনিধি : কোটা সংস্কার, প্রধানমন্ত্রীর মন্তব্য প্রত্যাহার ও আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ( ইবি) সাধারণ শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (১৬ জুলাই) বেলা এগারোটায় বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণ থেকে মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক সংলগ্ন মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন শিক্ষার্থীরা। এসময় অর্ধ- সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

মিছিলে ‘কোটা না মেধা, মেধা মেধা’, ঢাবিতে হামলা কেন, প্রশাসন জবাব চাই,’ইত্যাদি স্লোগান দেন তারা ।

এসময় কোটা আন্দোলনকারীদের পক্ষে সংহতি জানিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ফারহা তানজীম তিতিল বলেন, তোমাদের যৌক্তিক আন্দোলনে একাগ্রতা প্রকাশ করছি। তিনি শিক্ষার্থীদের এ দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন থেকে পিছপা না হওয়ার প্রত্যাশা করেন।

সমাবেশে কোটা আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, প্রধানমন্ত্রী আমাদের যৌক্তিক দাবিকে যেভাবে মন্তব্য করেছেন তা অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। সারাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমার ভাই-বোনের উপর ছাত্রলীগের যে নির্মম হামলা হয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। কোটা সংস্কারের যৌক্তিক এক দফা দাবি মানতে হবে। যতদিন পর্যন্ত দাবি না আদায় হবে আমরা রাজপথে সংগ্রাম অব্যাহত রাখবো।

পরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সমাবেশটি সমাপ্ত হয়।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৬ জুলাই ২০২৪