মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি: সরকারি ১ম ও ২য় শ্রেণির চাকরিতে কোটা পুনর্বহালের রায় বাতিল ও কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস।
বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।
সকাল পৌনে এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের মহাসড়কে অবস্থান নেন তারা। সকাল সোয়া এগারোটায় মহাসড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের।
সরেজমিনে দেখা যায়, সকাল পৌনে এগারোটার দিকে প্যারিস রোডের পরিবর্তে ঢাকা-রাজশাহী মহাসড়কে অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নেন শিক্ষার্থীরা। এসময় হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি উপেক্ষা করে সহস্রাধিক শিক্ষার্থী মহাসড়কে অবস্থান নিয়ে কোটা বিরোধী স্লোগান দিতে থাকে।
এ সময় ‘মেধাবীদের কান্না, আর না আর না’, ‘কোটা প্রথায় নিয়োগ পেলে, দুর্নীতি বাড়ে প্রশাসনে’, ‘দেশটা নয় পাকিস্তান, কোটার হোক অবসান’, ‘কোটা বৈষম্য নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’, ‘মেধাবীদের যাচাই কর, কোটা পদ্ধতি বাতিল কর’, ‘১৮ এর হাতিয়ার, গর্জে উঠুক আবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘বৈষম্যের বিরুদ্ধে, লড়াই হবে এক সাথে’সহ বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ডে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।
এসময় চারদফা দাবি জানান শিক্ষার্থীরা। তাদের দাবিগুলো হলো- ২০১৮ সালের পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে সরকারি চাকুরিতে কোটাপদ্ধতি সংস্কার করতে হবে ও কোটায় প্রার্থী না পাওয়া গেলে মেধাকোটায় শূন্যপদ পূরণ করতে হবে, ব্যক্তি তার জীবদ্দশায় সব ধরনের সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষায় একবার কোটা ব্যবহার করতে পারবে ও পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে, প্রতি জনশুমারির সাথে অর্থনৈতিক সমীক্ষার মাধ্যমে বিদ্যমান কোটার পুনর্মূল্যায়ন নিশ্চিত করতে হবে এবং দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post