ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম বলেছেন, ১৬ বছর আওয়ামীলীগ দেশে ফ্যাসিষ্ট ব্যবস্থা কায়েম করে সারাদেশ কে নরকে পরিনত করেছিল। হত্যা, খুন, গুম, সন্ত্রাস, দখলবাজ, জ্বালাও পোড়াও করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছিল।
৫ অগাষ্টের পর সেই অবস্থার যেন হাতবদল হয়ে মাত্র। আরেকটি দল ফ্যাসিষ্ট ব্যবস্থা কায়েম করে ছাত্র জনতার গনঅভ্যুাথানে অর্জিত স্বাধীনতার সুফল ভুলুন্ঠিত করে দিতে উঠে পড়ে লেগেছে। ফ্যাসিষ্ট সরকার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও চক্রান্ত থামায় নি। তারাও দেশকে আরো সংকটে ফেলে দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসতে চাই। অধ্যাপক হাশেম বলেন, প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে, তবুও কোন ফ্যাসিষ্ট , দখলবাজকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবো না। বাংলার জনগন কোন ফ্যাসিষ্টকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় না।
আগামীর দিন হবে ইসলামের শান্তির দিন। তিনি গতকাল শনিবার বিকালে কুষ্টিয়ার ভেড়ামারার গোলাপনগর মুকুল ক্লাব মাঠে জামায়াত ইসলাম আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
মোকারিমপুর ইউনিয়ন জামায়াত ইসলামী আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন, মাওলানা সাইদুল ইসলাম। মোকারিমপুর ইউনিয়ন জামায়াতের সাবেক সাধারন সম্পাদকক ডাঃ মিজানুর রহমান’র উপস্থাপনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, কুষ্টিয়া-২ ভেড়ামারা-মিরপুর আসনে জামায়াতের প্রার্থী, আব্দুল গফুর, কুষ্টিয়া জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য, আর্দশ শিক্ষক ফেডারেশনের সভাপতি ড. অধ্যাপক মাওলানা নূরুল আমীন জসিম, ভেড়ামারা উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মো জালাল উদ্দিন।
সমাবেশে বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী তারেক আহমেদ, বাংলাদেশ জামায়াত ইসলামীর চাঁদগ্রাম ইউনিয়ন সভাপতি মাওলানা রবিউল ইসলাম, ধরমপুর ইউনিয়ন আমীর মাওলানা শহিদুল ইসলাম, জুনিয়াদহ ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল্লাহ আল মামুন, বাহাদুরপুর ইউনিয়ন সভাপতি মোঃ আবদুল আহাদ, ছাত্রশিবিরের সাবেক উপজেলা সভাপতি মাওলানা ইমদাদুল হক সাগর, ভেড়ামারা পৌর আমীর মোঃ হাবিবুর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য মনজুরুল আলম খোকন, হাফেজ হারুন অর রশিদ, উপজেলা শ্রমিককল্যান ফেডারেশনের সভাপতি মোঃ শফিকুল আজম প্রমুখ।
অনুষ্ঠানে মোকরিমপুর ইউনিয়ন জামায়াত ও ছাত্রশিবিরের সর্বস্তরের নেতাকর্মী, জনসাধারণ এবং সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
হা/05/10/24 dtbangla
প্রিন্ট করুন
Discussion about this post