সিলেট অফিস:
সিলেটের কোম্পানীগঞ্জে নৌকা ডুবে ফরিদ মিয়া (৪৩) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন।
বুধবার (১২জুলাই) ভোর ৫টায় লম্বাকান্দির পশ্চিম হাওরে এ ঘটনা ঘটে।
ফরিদ মিয়া উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের লম্বাকান্দি গ্রামের মৃত সাহেব আলীর পুত্র।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাল মিয়া গণমাধ্যমকে বলেন, বুধবার ভোরে লম্বাকান্দি গ্রাম হতে চেলাগাঙে চুনাপাথরের কাজের উদ্দেশ্যে ৪৫ জন শ্রমিক নৌকা দিয়ে লম্বাকান্দির পশ্চিম হাওরে যাওয়ার পথে আফালে নৌকা ডুবে যায়। এর মধ্যে ৪৪জন উদ্ধার হলেও ফরিদ মিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা ঘটনাস্থলে আছি। তাকে উদ্ধারে চেষ্টা চলছে।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং নিখোঁজের সততা নিশ্চিত করে জানান, জনপ্রতিনিধিগণ ঘটনাস্থলে রয়েছেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পুলিশের পাশাপাশি এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও সন্ধান চালানো হচ্ছে।
দৈনিক দেশতথ্য// এইচ//