এসএম জামাল: খুলনা বিভাগীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে কুষ্টিয়ার মোমতাজুল উলুম মাদরাসার শিক্ষার্থী হাফেজ মোঃ মাসুদুর রহমান।
গতকাল খুলনার বয়রা এক অনুষ্ঠান শেষে তার হাতে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান আব্দুল হক অনুষ্ঠানে প্রধান অিতিথি হিসেবে উপস্থিত থেকে এ সম্মাননা তুলে দেন।
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে খুলনা বিভাগীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা শেষে (৩০ পারা) গ্রুপে প্রথম স্থান অর্জন করেন মাওলানা মাসুদুর রহমান।
হাফেজ মাসুদুর রহমান কুষ্টিয়ার মিরপুর উপজেলা খাদিমপুর মোমতাজুল উলুম মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী।
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন খুলনা বিভাগের সাধারণ সম্পাদক হাফেজ মীর মোহর আলীসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
মোমতাজ উলুম মাদ্রাসার মোহতামিম/প্রিন্সিপাল হাফেজ মাওলানা আরিফুজ্জামান তার অভিব্যক্ত প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আমাদের শির্ক্ষাথী হাফেজ মাসুদুর রহমান সে খুলনা বিভাগীয় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে এটা কুষ্টিয়াবাসীর জন্য অত্যন্ত গৌরবের।
দৈনিক দেশতথ্য//এল//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post