দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাস্টারকে দেখতে যান দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড.শরীফ উদ্দিন রিমন।
শুক্রবার(১৩আগস্ট) দুপুরে নাসির উদ্দিন মাস্টারকে দেখতে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত গ্রামে তার নিজ বাড়িতে যান এ্যাড.শরীফ উদ্দিন রিমন। এ সময় অসুস্থ ক্যান্সার আক্রান্ত নাসির উদ্দিনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। অসুস্থ এ নেতার রোগমুক্তি কামনা করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য ড. মোফাজ্জেল হক,আদাবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক মো.জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-প্রচার সম্পাদক আক্তার হোসেন প্রমুখ।
গত বছরে প্রবীণ এই নেতার ফুসফুসে ক্যান্সার ধরা পড়লে ঢাকা সিএমএইস ও স্কয়ার হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বর্তমানে তিনি বাড়িতে আছেন। তার শারীরিক অবস্থা বর্তমানে কিছুটা উন্নতির দিকে। তিনি উপজেলাবাসীর কাছে দোয়া চেয়েছেন।

Discussion about this post