Print Date & Time : 24 August 2025 Sunday 6:43 am

ক্রিকেটার পাইলটের মা আর নেই

মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের মা নার্গিস আরা বেগম ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২৫ জুন) সকল ১১টা ৪৫ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭২ বছর।

চিকিৎসকরা বলছেন, বার্ধক্যজনিত নানা অসুখে তিনি দীর্ঘদিন ধরে ভুগছিলেন ডায়াবেটিসসহ কিডনিজনিত সমস্যা নিয়ে রোববার (২৩ জুন) তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। অবস্থা মুমুর্ষ হওয়ায় তাকে মেডিকেলের আইসিইউতে নেয়া হয়।

সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিজের মায়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন খালেদ মাসুদ পাইলট। তিনি জানিয়েছেন, মরহুমার নামাজে জানাজা মঙ্গলবার রাতে টিকাপাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। টিকাপাড়া গোরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

রাসিক মেয়রের শোক

পাইলটের মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। মঙ্গলবার এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন রাসিক মেয়র।

শোক বিবৃতিতে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

দৈনিক দেশতথ্য//এইচ//