Print Date & Time : 10 May 2025 Saturday 2:56 pm

ক্লিন কুমারখালী গ্রিন কুমারখালী এর ফ্রী মেডিকেল ক্যাম্প

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি ঃ ‘ক্লিন কুমারখালী গ্রিন কুমারখালী’ সংগঠনের আয়োজনে কুষ্টিয়ার কুমারখালীতে ফ্রী মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে ফ্যামিলি কেয়ার হাসপাতাল, ব্লাড ডোনার্স ক্লাব ও প্রতীক ডায়াগনস্টিক সেন্টারের এর সহযোগিতায় পৌরসভার হল বাজারে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের আহবায়ক জাকারিয়া আনছার মিলন এর সার্বিক তত্ত্বাবধায়নে কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ন আহবায়ক নুরুল ইসলাম আনসার প্রামাণিকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে কুমারখালী পৌর বিএনপির সাবেক সভাপতি কে এম আলম টমে, কুমারখালী ইয়ার্ণ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা. আব্দুল হান্নান সহ অনেকে উপস্থিত ছিলেন।