Print Date & Time : 2 July 2025 Wednesday 12:22 pm

ক্ষণস্থায়ী এই জীবনে নিজেকে নিয়ে অহংকার করার কিছুই নাই: ছারছীনার পীর

আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন, ক্ষণস্থায়ী এই জীবনে নিজেকে নিয়ে ফখর তথা অহংকার করার কিছুই নাই।

গতকাল পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলাধীন উত্তর চাকামইয়া খানকায়ে ছালেহীয়া হুসাইনিয়া কমপ্লেক্স মাঠে ছারছীনা শরীফের মরহুম পীর ছাহেব কেবলা বাহরে শরীয়ত, মুজাদ্দিদে যামান, কুতুবুল আলম আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ) এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা ও ঈছালে ছওয়াব মাহফিলে প্রধান অতিথির আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন।

তিনি বলেন, একদিন তো মরে যেতেই হবে। পরকালে মহান আল্লাহর সামনে কি নিয়ে আমরা দাঁড়াবো তাহা অর্জন করতে হবে। সেদিন যার নেক আমলের ওজন বেশি হবে সেই হবে নাজাতপ্রাপ্ত। আজ আমরা আমলকে ছেড়ে দিয়ে পার্থিব লোভ-লালসা, ভোগ-বিলাসে মত্ত হয়ে আছি। দুনিয়ার চাকচিক্যময় এই জীবনকে পরোয়া না করে পরকালীন জীবনের জন্য কিছু অর্জন করবে তাহারাই দুনিয়া ও পরকালে সফলকাম হবে।

মাহফিলে অন্যান্যের মধ্যে আরও আলোচনা করেন, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বিনীয়ার মুফতী মাওলানা মোঃ হায়দার হুসাইন, মাওলানা মোঃ মুহিব্বুল্লাহ আল মাহমুদ।