Print Date & Time : 22 August 2025 Friday 5:46 pm

ক্ষতিগ্রস্ত হলসমূহ পরিদর্শন করলেন রাবি উপাচার্য

মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার রোববার (২৮ জুলাই) কোটা সংস্কার আন্দোলন চলাকালে ক্ষতিগ্রস্ত আবাসিক হল পরিদর্শন করেন।

এসময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর, বিজ্ঞান অনুষদের অধিকর্তা ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক নাসিমা আখতার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. তারিকুল হাসান, প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম সাউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পান্ডে, লিগ্যাল সেলের প্রশাসক সাদিকুল ইসলাম, পরিবহণ প্রশাসক মোকছিদুল হক,ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাহাঙ্গীর আলম চৌধুরী, সংশ্লিষ্ট হল প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষক এবং সহকারী প্রক্টরগণ উপস্থিত ছিলেন।

এছাড়া শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. ওমর ফারুক সরকার উপাচার্যের সাথে ছিলেন।

পরিদর্শনকালে তাঁরা কোটা সংস্কার আন্দোলনকারীদের দ্বারা ক্ষতিগ্রস্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল, মাদার বখ্শ হল, শহীদ জিয়াউর রহমান হলসহ সংশ্লিষ্ট অন্যান্য স্থাপনা পরিদর্শন করেন।

দৈনিক দেশতথ্য//এইচ//