খুলনার কয়রা উপজেলার একটি বিদ্যালয়ের বাথরুমের পাশ থেকে অচেতন অবস্থায় আরাফাত হোসেন (১২) নামের একটি শিশুকে উদ্ধার করেছে স্থানীয়রা।
রবিবার (২৭ আগস্ট) বিকেলে তাকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সে একই ইউনিয়নের ভান্ডারপোল গ্রামের মোঃ আক্তার হোসেনের ছেলে এবং স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। সর্বশেষ তার জ্ঞান ফেরেনি। এঘটনায় থানা পুলিশ কাউকে আটক করতে পারেনি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, উপজেলার গড় আমাদী সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের পিছনে বাথরুমের ট্যাংকির পাশে অচেতন অবস্থায় সাদা কাপড় দিয়ে
হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় শিশুটিকে দেখতে পেয়ে স্থানীয়রা তাকে
উদ্ধারের পর চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
কয়রা থানার পরিদর্শক (তদন্ত) মোঃ ইমদাত হোসেন বলনে, খবর পেয়ে থানা পুলিশ
ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুটির এখনো অচেতন রয়েছে। জ্ঞান ফিরলে তার কাছ
থেকেই বিষয়টির বিস্তারিত জানা যেতে পারে।
দৈনিক দেশতথ্য//এইচ/
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post