শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: খুলনার কয়রায় পৃথক পৃথক অভিযানে ৪৪ কেজি হরিণের মাংসসহ ৩ পাচারকারীকে আটক
করেছে পুলিশ।
রবিবার (১২ মার্চ) সকাল ১০ টার দিকে উপজেলার দেউলিয়া বাজার মৎস্যকাটা থেকে ঢাকার উদ্দেশ্য পাচারকালে ২৭ কেজি হরিণের মাংসসহ উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের পাতাখালী গ্রামের সাহেব আলীকে আটক করে পুলিশ।
অপরদিকে বেলা ১১ টার দিকে উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের গাববুনিয়া গ্রামে অভিযান চালিয়ে ১৭ কেজি হরিণের মাংস সহ ২ জন পাচারকারীকে আটক করা
হয়েছে।
আটককৃতরা হলো, খুলনার রুপসা উপজেলার রাজাপুর গ্রামের আবুল কাশেম ও খুলনা সদরের পালপাড়া রোডের বদর আল অসীম কোরাইশী।
এব্যাপারে কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম এস দোহা (বিপিএম) বলেন, পৃথক অভিযানে সর্বোমোট ৪৪ কেজি হরিণের মাংসসহ ৩ পাচারকারীকে আটক করা হয়েছে। সর্বশেষ এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post