Print Date & Time : 21 August 2025 Thursday 10:55 am

খলিসাকুন্ডিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী

হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি কে.পি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক মতামত প্রকাশ,পুরস্কার বিতরণ ও এস.এস. সি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (২০ আগস্ট) সকালে বিদ্যালয়ে চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে যুক্ত ছিলেন খলিশাকুন্ডি ডিগ্রি কলেজের (অবঃ) অধ্যক্ষ এমদাদুল রহমান আজাদ।
অত্র বিদ্যালয়ের সভাপতি আকবর আলীর সভাপতিত্বে খলিসাকুন্ডি ডিগ্রী কলেজের অধ্যক্ষ নাজমুল হক,মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল বারী,বিশিষ্ট সমাজ সেবক ফখরুজ্জামান পথিক,উপজেলা জামায়াতের ইসলামীর নায়েবে আমীর মোঃ আরোজ উল্লাহ,খলিশাকুন্ডি ইউনিয়ন বিএনপি’র সভাপতি মহসিন আলী,সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম,সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন, খলিশাকুন্ডি ডিগ্রি কলেজের অধ্যাপক ও খলিসাকুন্ডি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি আকরাম হোসেন,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল ইসলাম গাজী সুমন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম মালিক মজনু,সহকারী প্রধান শিক্ষক বেলাল হোসেন,পরিচালক আব্দুর রউফ সহ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অত্র বিদ্যালয় থেকে এস.এস.সি ২০২৫ এ এপ্লাস,গোল্ডেন এপ্লাস পাওয়া ও নটরডেমসহ দেশসেরা শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।