হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া):কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়ক চারলেন হতে যাওয়ায় দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি বাজারের ব্যবসা প্রতিষ্ঠান, বসতবাড়ি সহ কয়েকশ স্থাপনা হুমকির মুখে পড়েছে।
সংশ্লিষ্টদের মাঝে দেখা দিয়েছে উচ্ছেদ আতঙ্ক। এসব স্থাপনা রক্ষার দাবিতে বাজারের ব্যবসায়ীরা,দফায় দফায় মানববন্ধনসহ অন্যান্য কর্মসূচি পালন করছে। তাদের দাবি চারলেন সড়কের জন্য ততটুকু প্রয়োজন তা ব্যতীত যেন কোন স্হাপনা উচ্ছেদ না করা হয়।
এবিষয়ে খলিসাকুন্ডি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুলমত হোসেন বলেন,আমরা চাই সরকারের উন্নয়ন মূলক কর্মকাণ্ড অব্যাহত থাকুক,সেই জন্যই গত ১৩ ই ফেব্রুয়ারির সড়ক বিভাগের উচ্ছেদ অভিযানে আমি এবং স্হানীয় ব্যবসায়ীরা সহযোগী করে সড়কের জন্য যতটুকু জায়গা দরকার তার থেকেও কিছু বেশি জায়গার স্হাপনা ভেঙে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। কিন্তু হঠাৎ পুনরায় উচ্ছেদ হবে বলে মাইকিং শুনে স্হানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে। পুনরায় উচ্ছেদ হলে এখানকার দুই হাজার পরিবার মানবেতর জীবন-যাপন করবে।
তিনি আরো বলেন,আমরা ইতিমধ্যে আমাদের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরী ও (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব কামারুল আরেফিনসহ সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলে এলাকাবাসী ও ব্যবসায়ীদের পক্ষ থেকে সওজ’র উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট স্মারকলিপি দাখিল করেছি।বর্তমানে সড়কের প্রয়োজনের বেশি উচ্ছেদ না করার জোর দাবি জানান তিনি।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২ মার্চ ২০২৪