Print Date & Time : 18 July 2025 Friday 12:02 am

খলিসাকুন্ডি ৫নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি হান্নান, সম্পাদক আজগার

হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): বিএনপির দৌলতপুর উপজেলা শাখার সিদ্ধান্তে ১৩নং খলিসাকুন্ডি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে আব্দুল হান্নান মন্ডলকে সভাপতি এবং মো. আজগার আলীকে সাধারণ সম্পাদক করে সর্বমোট ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়।

খলিসাকুন্ডি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মহসিন আলী ও সদস্য সচিব ডা.খলিলুর রহমান (১১ ফেব্রুয়ারি) এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

খলিসাকুন্ডি ইউনিয়নের সকল ওয়ার্ড কমিটি গঠনের দায়িত্ব প্রাপ্ত দৌলতপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বিল্লাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মী সভার মাধ্যমে এই নতুন কমিটি ঘোষণা করেন। বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা হাজি ইসানুল হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন খলিশাকুন্ডি ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক মহসিন আলী,সদস্য সচিব ডা.খলিলুর রহমান,সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ইকবল হোসেন,যুগ্ম আহ্বায়ক আনার মেম্বার,যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী,যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম,যুগ্ম আহ্বায়ক জামাল মেম্বার।এসময় উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাশেদ আহমেদ লালু’র সার্বিক সহযোগিতায় ও যুবদল নেতা সাদ্দাম হোসেনের সঞ্চালনায় যুবদল নেতা রাশিদ ইকবল বক্করসহ ওয়ার্ড,ইউনিয়ন ও উপজেলা বিএনপি’র অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।