Print Date & Time : 24 August 2025 Sunday 9:10 pm

খাজা নগরে গৃহবধূকে সংঘবদ্ধ হামলা

নিজস্ব প্রতিবেদক,
কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের খাজানগর উত্তর পাড়ায় এক গৃহবধূকে হত্যার উদ্দেশ্যে সংঘবদ্ধ নারীরা হামলা চালিয়ে মারাত্মক আহত করেছে খালেক শেখের কন্যা জোহরা খাতুনকে ।

এলাকাবাসীর হস্তক্ষেপের কারণে বেঁচে গেলেন গৃহবধূ জোহরা মরণাপন্ন অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল রোগী সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে এক এলাকার ওয়াজুদ্দির স্ত্রী পারভিন, রশিদ আলীর স্ত্রী শুকুর জান,দুলালের স্ত্রী জুঁই,শওকত মোল্লার স্ত্রী শিল্পী খাতুন,সাইদুলের স্ত্রী শেফালী,সালাম আলীর কন্যা পলি খাতুন লাঠি,লোহার রড দিয়ে মুখ বেঁধে বেধড়ক মারপিট করে বর্বরোচিত ভাবে,নির্যাতীতা জোহরা জানায় তিন দফা তাকে নির্যাতন করা হয়েছে, বেহুঁশ হয়ে পড়লে পানি দিয়ে হুশ ফিরিয়ে একাধিক বার নির্যাতন চালানো হয়। স্থানীয়দের ভাষ্য মতে বৃহস্পতিবার বিচার করে জোহরা কে তার স্বামির বাড়ি উঠিয়ে দেয় দুদিন বাদে শনিবার দুপুরে জোহরার স্বামির বাড়ি উপস্থিত হয় এক ই এলাকার বদর উদ্দিন মোল্লা র পুত্র ওয়াজ উদ্দিন ও পরশ আলীর পুত্র সালাম ঘটনা স্থলে উপস্থিত থেকে হূকুম দেয় বলে এলাকাবাসী নিশ্চিত করেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে থানায় এজাহার দায়ের করা হয়েছে মামলার প্রস্তুতি চলছে।