Print Date & Time : 24 August 2025 Sunday 4:29 am

খাদ্যমন্ত্রীর বড় ভাইয়ের মৃত্যু

নওগাঁ প্রতিনিধিঃ
খাদ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপির বড় ভাই বীরমুক্তিযোদ্ধা ধীরেশ চন্দ্র মজুমদার মৃত্যু বরণ করেন।

আজ দুপুর ২.২০ মিনিটে বার্ধক্যজনিত কারণে নিজ বাস ভবনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

কর্মজীবনে ধীরেশ চন্দ্র মজুমদার শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন।তিনি নিয়ামতপুর উপজেলার কাপাস্টিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে অবসর গ্রহণ করেন। আগামীকাল সকালে শিবপুর শ্মশান ঘাটে তাঁর সৎকার অনুষ্ঠিত হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী,২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ধীরেশ চন্দ্র মজুমদার এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন খাদ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার।

এক শোকবার্তায় খাদ্যমন্ত্রী ধীরেশ চন্দ্র মজুমদার এর আত্মার চির শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস‍্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

দৈনিক দেশতথ্য//এইচ//