কুষ্টিয়ার মিরপুরে সড়ক নির্মান কাজে খারাপ ইট ব্যবহার করা হচ্ছে। এনিয়ে বাধা দিলে স্থানীয়দের সাথে ঠিকাদারের লোকদের হট্টগোলের সৃষ্টি হয়।
সরেজমিনে দেখা যায়, মিরপুর উপজেলার তালবাড়িয়া হাইস্কুল মোড় থেকে চারুলিয়া পর্যন্ত ৩ কিলোমিটার সড়ক নির্মাণ কাজ চলছে। তিন কিলোমিটার সড়ক নির্মানের জন্য ব্যয় হচ্ছে তিন কোটি ২৫ লাখ টাকা।
সড়ক নির্মানে ব্যবহার করা হচ্ছে ৩ নং ইট এবং নিম্নমানের অন্যান্য সামগ্রী। এই ইট দিয়ে তৈরী করা রাস্তায় মোটরসাইকেল চলাচল করলে এখনই ইটগুড়ো হয়ে যাচ্ছে। বিষয়টি এলাকাবাসীর নজরে আসলে তারা নির্মান কাজে বাধা দেয়। এরপর ঠিকাদারের লোকজন স্থানীয়দের উপর চড়াও হলে চরম হট্টগোলের সৃষ্টি হয়। স্থানীয়রা বলছেন ঠিকাদার ক্ষমতা ব্যবহার করে গায়ের জোরে যেনতেন নির্মাণ সামগ্রী দিয়ে সড়ক নির্মান করে ব্যাপক দুর্নীতি করছেন।
স্থানীয়রা আরো জানান, বিষয়টি তালবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান মন্ডল কে জানানো হলে তিনি কোনো পদক্ষেপ গ্রহণ করেননি, এমনকি এ বিষয়ে তিনি কোন কর্ণপাত করছেন না।
এল জি ডি অফিসার গোলাপ ও এক্সচেঞ্জ অফিসারকে এই বিষয়টি জানালে তারাও কোনো পদক্ষেপ গ্রহন করেন নাই।
এদিকে সড়ক নির্মাণের বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের তদারকি সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরী বলে সচেতন মহল মনে করছেন।
এবি/দৈনিক দেশতথ্য//জুন ০২,২০২২//