শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: খুলনায় ট্রাকের ধাক্কায় আব্দুল হক (৫৫) নামের পুলিশের একজন উপ-পরিদর্শক নিহত হয়েছেন। খুলনা মহানগরীর খানজাহান আলী থানায় কর্মরত ছিলেন তিনি।
বুধবার রাত ১২ টার দিকে আফিলগেট বিকেএসপির সামনে বাইপাস সড়কে এ দুর্ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সিএনজি যোগে খানজাহান আলী থানার কয়েকজন পুলিশ ডিউটিতে ছিলেন। রাত ১২ টার দিকে এস আই আব্দুল হক আফিলগেট বিকেএসপি বাইপাস রোডের একপাশে গাড়ি থামিয়ে রাস্তায় নামেন। এসময় খুলনা থেকে দ্রুতগামী একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। তাৎক্ষণিক স্থানীয়রা ও পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে রাত পৌনে ১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন খান জানান, প্রতিদিন রাতে বাইপাস রোডে তাদের ডিউটি থাকে। গতকাল রাতেও ছিল। সিএনজি যোগে তাদের কয়েকজন পুলিশ সদস্য ও একজন এসআই আব্দুল হক ডিউটিরত ছিলেন। এর পর রাত ১২ টা ৫ মিনিটে সিএনজি থেকে নেমে তিনি রাস্তার একপাশে অবস্থান করছিলেন। এ সময় আফিলগেটগামী একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এসময় রাস্তার ওপর ছিটকে পড়ে তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
তিনি আরও বলেন, ময়না তদন্ত শেষে তার নামাজে জানাজা খুলনা বয়রা পুলিশ লাইনে অনুষ্ঠিত হবে। তবে কখন হবে তা তিনি নিশ্চিত করে বলতে পারেনি। নিহত পুলিশ কর্মকর্তা যশোর জেলার বাঘারপাড়া উপজেলার নারকেল বাড়িয়াগ্রামের আফতাব আলী সরদারের ছেলে। নামাজে জানাজা শেষে নিহতের লাশ গ্রামের বাড়ি নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
আর//দৈনিক দেশতথ্য//৮ সেপ্টেম্বর-২০২২
প্রিন্ট করুন
Discussion about this post