শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় বজ্রপাতে ওবায়দুল্লাহ গাজী (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।রোববার (০৭ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার কানাইডাঙ্গা বিলে নিজ ঘেরের বাসায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার গুটুদিয়া ইউনিয়নের কোমলপুর গ্রামের দেলোয়ার হোসেন গাজীর ছেলে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রোববার সকালে ওবায়দুল্লাহ কানাইডাঙ্গা বিলের নিজ মৎস্য ঘেরে ঘাস কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যান। যদিও এর আগে থেকেই ডুমুরিয়া ও আশপাশের এলাকায় বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়। সকাল ৮টার দিকে বজ্রপাতে বাসার ভিতরে অবস্থানকালে তার মৃত্যু হয়।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সুশান্ত কুমার সাহা বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
দৈনিক দেশতথ্য//এইচ//