শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি:খুলনায় আল আমিন (৪৫) নামে এক সাবেক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (০৮ জুলাই) রাত ৯টার দিকে নগরীর পূর্ব বানিয়াখামার লোহার গেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আল আমিন পূর্ব বানিয়াখামার লোহার গেট এলাকার বাসিন্দা জাহাঙ্গীর শেখের ছেলে ও ২৭ নং ওয়ার্ড যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক। সর্বশেষ পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা সদর থানার ওসি মো: কামাল খান সাংবাদিকদের বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত ৯টার দিকে আল আমিন পূর্ব বানিয়াখামার এলাকার মামুনের গ্যারেজে এসে বসলে কয়েকজন দুর্বৃত্তরা হঠাৎ তাকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় লোহারগেট গ্যারেজ মালিক তৈয়েবুর রহমান মামুনকে পুলিশ আটক করেছে।
অপর একটি সূত্র জানায় প্রতিপক্ষের রোষানলে পড়ে আলামিনকে গত ২মাস পূর্বে পুলিশ আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ি নগরীর মিস্ত্রিপাড়া এলাকা থেকে দেশী তৈরি অস্ত্র উদ্ধার করে পুলিশ।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post