খুলনার কেডিএ এভিনিউস্থ শেখপাড়া এলাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডে ডাঃ বিপ্লব কুমার দাসের বিরুদ্ধে রোগীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার বিকেলে এঘটনা ঘটে। যৌন নির্যাতনের শিকার জনৈক তরুণী পিরোজপুর পলিটেকনিক কলেজের ছাত্রী। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়ায় এস আই শান্তনু ভুক্তভোগী কলেজ ছাত্রীকে সোনাডাঙ্গা থানায় নিয়ে যান। এসময় অভিযুক্ত চিকিৎসক পলাতক ছিলেন বলে ঘটনাস্থল থেকে জানিয়েছে পুলিশ।
ভুক্তভোগী ওই কলেজ ছাত্রী (১৮) জানান, মাইগ্রেনের সমস্যায় পিরোজপুরের স্বরূপকাঠি এলাকা থেকে কিছুদিন পূর্বে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো মেডিসিন বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডাঃ বিপ্লব কুমার দাসের চেম্বারে এসেছিলেন। তিনি শেখপাড়া এলাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টারের চেম্বারে হাজার টাকা ফিসে দেখে এমআরআইসহ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করাতে বলেন। এরপর
মঙ্গলবার সকালে ছোট বোনকে নিয়ে পিরোজপুর স্বরূপকাটি থেকে খুলনায় রিপোর্ট দেখাতে আসেন ওই কলেজ ছাত্রী। বিকেলে ডাক্তারের চেম্বারে রিপোর্ট দেখাতে গেলে কলেজ ছাত্রী (১৮) কে চেম্বারে একা রেখে সকলকেই বাইরে বের করে দিয়ে শরীরে হাত দিয়ে পরীক্ষা-নিরীক্ষার অযুহাতে স্পর্শকাতর স্থানে হাত দেন।
একপর্যায়ে তাকে শুয়ে যৌন নির্যাতন করা হয়। পরে ডাক্তারের রুম থেকে বেরিয়ে অঝরে কাঁদতে থাকেন কলেজ ছাত্রী। এতে আশপাশের লোকজন এগিয়ে আসেন বলে দাবি ভুক্তভোগী ওই ছাত্রীর।
এসময় ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারীরা বিষয়টি ধামাচাপা দিতে ‘রিপোর্ট খারাপ এসেছে সেই ভয়ে রোগী কান্নাকাটি করছেন’ বলে প্রচার করেন। কিন্তু এতে ক্ষিপ্ত হয়ে কান্নাবিজড়িত কণ্ঠে কলেজ ছাত্রী প্রকৃত বিষয়টি উপস্থিত সকলকে সংক্ষেপে বলেন।
ভুক্তভোগী ওই ছাত্রীর ছোট বোন জানান, “তার আপার মাইগ্রেনের সমস্যায় ডাক্তার দেখাতে এসেছিলেন। আপুকে রুমের ভিতরে নিয়ে ডাক্তার দরজা বন্ধ করে দেয়। এর অনেকক্ষণ পরে তার আপু বাইরে এসে খুব কান্না করতে থাকেলে তিনি কি হয়েছে জানতে চাইলে ডাক্তার তাকে জড়িয়ে ধরে খারাপ কিছু করেছে জানিয়ে আপু খুব কান্না করতে থাকে।”
ঘটনাস্থল পরিদর্শনকারী সোনাডাঙ্গা মডেল থানার এস আই শান্তনু জানান, প্রাথমিকভাবে কলেজ ছাত্রীর অভিযোগ শুনেছেন। থানায় নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এসব বিষয়ে জানতে অভিযুক্ত চিকিৎসক বিপ্লব কুমার দাসের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করলেও নম্বরটি বন্ধ পাওয়ায় তার মন্তব্য জানা সম্ভব হয়নি। এ ব্যাপারে পপুলার ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হননি।
এবি//দৈনিক দেশতথ্য//জুন ০৭,২০২৩//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post