জ্বালানি তেলের কমিশন বৃদ্ধিসহ তিন দফা দাবিতে প্রতীকী ধর্মঘটে নেমেছে পেট্রোল পাম্প মালিক সমিতির নেতারা। সোমবার (২২ আগস্ট) ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখে এ ধর্মঘট চলবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে এ প্রতিকী ধর্মঘট পালন করা হচ্ছে।
তাদের তিন দফা দাবি গুলো হলো: ১।বর্তমান জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির সঙ্গে আনুপাতিক হারে জ্বালানি তেল বিক্রয় কমিশন বৃদ্ধি করতে হবে।
২। অয়েল ডিপো থেকে ৪০ কিলোমিটারের বাহিরে ট্যাংকলরি ভাড়া বৃদ্ধি করতে হবে।
৩। পেট্রোল পাম্পের ওপর আরোপিত বিভিন্ন সংস্থার লাইসেন্স প্রথা বাতিল করতে হবে।
কর্মসূচি চলাকালে দাবি বাস্তবায়ন না করা হলে পরবর্তীতে সারাদেশব্যাপী এই আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও হুঁশিয়ারি জানিয়েছেন পেট্রোল পাম্প মালিক সমিতির নেতারা।
এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ২২,২০২২//

Discussion about this post