Print Date & Time : 25 August 2025 Monday 7:01 am

খুলনায় দুঃস্থদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

খুলনায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্য চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল ১০ টায় শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে এ শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

সেনাবাহিনীর প্রধানের পক্ষ থেকে এক হাজার দুঃস্থ ও অসহায় নারী পুরুষদের মাঝে সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহান্মদ মাহবুবুর রশিদ উক্ত শীতবস্ত্র বিতরণ করেন।
পরে তিনি ডিভিশন কর্তৃক পরিচালিত ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন করেন।

প্রসঙ্গত, যশোর অঞ্চলের সেনা সদস্যগণ সেনাবাহিনী প্রধানের নির্দেশে প্রতিবছরের ন্যায় এ বছরও শীত মৌসুমে দক্ষিণাঞ্চলের অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যের চিকিৎসা সেবা প্রধান ও বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণসহ নানাবিধ সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। জিওসি আশাবাদ ব্যক্ত করে বলেন ভবিষ্যতেও ৫৫ পদাতিক ডিভিশন এ ধরনের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।

দৈনিক দেশতথ্য//এইচ//