খুলনার ফুলতলা এম এম কলেজ সার্বজনীন পূজা মন্দিরে প্রতিমার মাথা ভেঙে পলায়ণের সময় অনিক মন্ডল (১৭) নামে এক যুবককে স্থানীয় জনগণ আটক করে পুলিশে সোর্পদ করেছে।
শুক্রবার (৬ মে) দুপুর সোয়া ১২টায় কলেজ মন্দির এলাকায় এ ঘটনা ঘটেছে। সে অভয়নগর উপজেলার ধুলগ্রামের অসীম মন্ডলের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, এম এম কলেজের এমএলএসএস খোরশেদ আলম তার দায়িত্ব পালনকালে ওই যুবককে একটি শপিং ব্যাগ হাতে নিয়ে মন্দির থেকে বের হতে দেখে। এসময় তাকে কে সন্দেহ করে চ্যালেন্ঞ্জ করলে ব্যাগের মধ্যে প্রতিমার ভাঙা মাথা পাওয়া যায়। এ সময় তাকে আটক করে মন্দির কমিটিকে অবহিত করলে তারা পুলিশকে খবর দেয়। এ ঘটনায় মন্দির কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা সুবোধ কুমার বসু বাদি হয়ে অনিক মন্ডলকে আসামী করে ফুলতলা থানায় মামলা করেন। ফুলতলা থানার ওসি মোঃ ইলিয়াস তালুকদার জানান, মন্দিরের ভেতরে অনাধিকার প্রবেশ করে ধর্ম অবমাননার উদ্দেশ্যে প্রতিমা ভাংচুর করে ক্ষতি সাধন এবং চুরির অপরাধে তাকে আটক করা হয়েছে। তার অন্য কোন উদ্দেশ্য ছিল কিনা সে ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
রিমন//দৈনিক দেশতথ্য//৬ মে-২০২২
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post