Print Date & Time : 13 September 2025 Saturday 8:15 am

খুলনায় রঙিন ঘর পেলেন ২৩৯ পরিবার

শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি : ঈদ উপহার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সারােদেশে ৩২৯০৪ টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমির দলিল ও ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেছেন।

এরই অংশ হিসেবে খুলনা জেলার রূপসায় ১৪টি, তেরখাদায় ৬৫টি, দিঘলিয়ায় ৩৫টি,ফুলতলায় চারটি, ডুমুরিয়ায় ৬৫টি, পাইকগাছায় ৩৬টি এবং দাকোপে ২০টি সহসর্বোমোট ২৩৯টি পরিবারের কাছে জমিসহ গৃহ হস্তান্তর করা হয়।

এ উপলক্ষে তেরখাদা উপজেলা পরিষদের হল রুমে মঙ্গলবার(২৬ এপ্রিল) দুপুরেউপজেলার ৬৫টি পরিবারের মাঝে জমির দলিল ও ঘর হস্তান্তর করেন খুলনারবিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন। এসময় অনলাইনে যুক্ত ছিলেন খুলনা-৪আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অনুষ্ঠানে
উপকারভোগীরা কথা বলতে পেরে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকেই।খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, অতিরিক্ত জেলা
ম্যাজিস্ট্রেট পুলক কুমার মন্ডল, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল
ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান অনুষ্ঠানে বক্তৃতা
করেন। এসময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপকারভোগীসহস্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এল//