Print Date & Time : 13 September 2025 Saturday 7:21 am

খুলনায় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: খুলনায় নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থী প্রমিজ নাগ (২২)’র মরদেহ উদ্ধার । এ ঘটনায় তার কথিত প্রেমিকা সুরাইয়া ইসলাম ওরফে মিম’র বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। (যার নং-১৪)। বৃহস্পতিবার (২৩ জুন) রাতে খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় দণ্ডবিধির ৩০৬ ধারায় মামলাটি দায়ের করা হয়।

অভিযুক্ত সুরাইয়া ইসলাম ওরফে মিম (২৩) গোবরচাকা মেইন রোড কাজী নুরুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া মোঃ আবুল কালাম আজাদের মেয়ে। বর্তমানে সে পলাতক রয়েছে বলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই হরষিত মন্ডল জানিয়েছেন। তিনি বলেন, আসামিকে গ্রেফতারের পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

মামলার বাদী প্রমিজ নাগের কাকাতো ভাই এজাহারে উল্লেখ করেছেন, নর্দান ইউনিভার্সিটির সাংবাদিকতা বিষয়ে পড়াশুনার সুবাদে তাদের দু’জনের মধ্যে প্রমের সম্পর্ক গড়ে উঠে। সুরাইয়া ইসলাম মাঝে মধ্যে প্রমিজের বাসায় যাওয়া-আসা করতো। কিছুদিন ধরে সে প্রমিজকে বিবাহ করার জন্য চাপ সৃষ্টি করতো। আসামি সুরাইয়া মুসলিম ধর্মাবলম্বী হওয়ায় প্রমিজ তাকে বিবাহ করতে রাজি হয় না। এসব কারনে তাদের ভিতরে ঝগড়া চলছিলো বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে, গত ২২ জুন বিকেলে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ গোবরচাকা মেইন রোডের আব্দুস সালাম হাওলাদারের ৬ষ্ঠ তলা ভবনের ৪র্থ তলা থেকে প্রমিজ নাগ নামের ওই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

দৈনিক দেশতথ্য//এল//