শেখ নাদীর শাহ্,পাইকগাছা(খুলনা) : জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এ খুলনা জেলা পর্যায়ে কপিলমুনি সহচরী বিদ্যামন্দির এর জারী গানের দলঃ নয়ন বিশ্বাস, শ্যাওলা মন্ডল, নীলাজ্ঞনা গোলদার, কৃষা অধিকারী, বৈশালী মন্ডল, পৃথিলা মন্ডল ও জিতু সরকার শ্রেষ্ঠ হয়েছে।
এ ছাড়া ইংরেজি রচনা ক’ বিভাগে বাঁধন দেবনাথ, নজরুল সঙ্গীত ক’ বিভাগে অর্ঘজিৎ রাহা, নজরুল সঙ্গীত খ’ বিভাগে নয়ন বিশ্বাস ও রবীন্দ্র সঙ্গীত খ’ বিভাগে পৃথিলা মন্ডল টিয়া জেলা পর্যায়ে ১ম স্থান অধিকার করে বিভাগীয় পর্যায়ে অংশ গ্রহণের সুযোগ পেয়েছে।
৫টি ইভেন্টে জেলা পর্যায়ে বিজয়ী সহচরী বিদ্যা মন্দিরের কৃতি শিক্ষার্থীরা বিভাগীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহন করবে।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post