খুলনায় সিটি কর্পোরেশনের বর্জ্যবাহী একটি ট্রাক চাপায় শ্রীধর বিশ্বাস (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ৪টার দিকে ওই ট্রাকটি বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ওই বৃদ্ধকে চাপা দিয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত শ্রীধর বিশ্বাস খুলনার তেরখাদা উপজেলার সাচিয়াদহ এলাকার বাসিন্দা।
সোনাডাঙ্গা থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নগরীর সাতরাস্তা মোড় থেকে ট্রাকটি আটক করা হয়েছে। সর্বশেষ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ//