Print Date & Time : 7 July 2025 Monday 4:03 am

খুলনা বিভাগীয় কমিশনার এর কুষ্টিয়া সফর


নিজস্ব প্রতিবেদক ॥ গতকাল ২২ ডিসেম্বর, ২০২১ তারিখ বুধবার জনাব মোঃ ইসমাইল হোসেন এনডিসি, বিভাগীয় কমিশনার, খুলনা মহোদয় সরকারি সফরে কুষ্টিয়া আগমন করেন। মহোদয়ের কুষ্টিয়া সফরের অংশ হিসেবে দৌলতপুর উপজেলা পরিষদের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনের সহিত একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিভাগীয় কমিশনার, খুলনা মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম, জেলা প্রশাসক, কুষ্টিয়া। এ সময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল জব্বার, উপজেলা নির্বাহী অফিসার, দৌলতপুর, কুষ্টিয়া। সভা শেষে বিভাগীয় কমিশনার, খুলনা মহোদয় দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন।স্থানঃ উপজেলা পরিষদ মিলনায়তন, দৌলতপুর, কুষ্টিয়া আয়োজনেঃ উপজেলা প্রশাসন, দৌলতপুর, কুষ্টিয়া।