কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যানে পদে উপ – নির্বাচনে নৌকা প্রতীকে ২৬ হাজার ৫৯৬ ভোট পেয়ে বে- সরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল আখতার। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মেতাহার হোসেন খোকন ঘোড়া প্রতীক ১৯ হাজার ৯১৮ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। আনারস মার্কা প্রতীকে এক হাজার ১৮ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন মো. শহিদুল ইসলাম। মোট ভোট পড়েছে ৪৩ দশমিক ২৩ শতাংশ।
বুধবার সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে নির্বাচনী তথ্য, ফলাফল সংগ্রহ ও পরিবেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচনী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচনী কর্মকর্তা মো. ফজলুল করিম।
ইভিএম পদ্ধতিতে বুধবার সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে বিকেল ৪ টা পর্যন্ত। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে ভোটারদের উপস্থিতি ছিল কম। প্রসঙ্গত জেলা পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করার জন্য কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সদর উদ্দিন খান উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করায় পদটি শূন্য হয়।
এবি//দৈনিক দেশতথ্য//নভেম্বর ০২,২০২২//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post