Print Date & Time : 25 August 2025 Monday 1:14 am

গড়াই খনন প্রকল্পের পরিচালক ও এক্সেনের অপসারণের দাবি

কুষ্টিয়া প্রতিনিধি: গড়াই নদীর খনন প্রকল্পের এক্সেন, পিডির দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেছে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নবাসী।

রোববার (০৫ জানুয়ারি) বেলা ১২টায় হাটশহরিপুর ইউনিয়নবাসীর আয়োজনে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ের সামনে এ মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, পতন হওয়া স্বৈরাচার শেখ হাসিনার লুটেরা সিন্ডিকেট এখনো সক্রিয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে ছাত্র জনতার উপর গুলি ও হত্যা মামলার আসামিরা এখনো গড়াই নদী খনন প্রকল্পের সিন্ডিকেটের সাথে মিলেমিশে এ প্রকল্পের পরিচালক ও প্রকল্পের নির্বাহী প্রকৌশলী অনিয়ম ও দুর্নীতি করছে।

এই দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ, প্রকল্পের টেন্ডার বাতিল সহ পুনরায় টেন্ডার করে অনিয়ম দুর্নীতিমুক্ত খনন কাজ বাস্তবায়ন করার জোর দাবি জানান তারা। এসময় মানববন্ধনে ওই এলাকার কয়েক শ নারী-পুরুষ অংশ নেন।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের কুষ্টিয়ার ড্রেজিংয়ের নির্বাহী প্রকৌশলী সৈকত বিশ্বাস বলেন, “তারা মানববন্ধন করছে আমি বিষয়টি শুনেছি। আমি ঢাকাতে আছি তারা এই কাজের জন্য ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে কথা বললেই তো পারে। আমি তো কাজ দেওয়ার কেউ না। আমি কোন অনিয়ম দুর্নীতির সাথে জড়িত নয়”।