Print Date & Time : 3 July 2025 Thursday 9:04 pm

গড়াই নদী থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদীর তীর থেকে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিনজনকে জরিমানা করেছে।

শনিবার (১৭ মে) দুপুরে কুষ্টিয়ার কুমারখালী যদুবয়রা ইউনিয়নের গড়াই নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় ও সড়ক পরিবহন আইন, ২০১৮ এর পৃথক তিনটি মামলায় তিনজনকে ১ লক্ষ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুমারখালী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার।

মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০এর ১৫ ধারায় দন্ডপ্রাপ্তরা হলেন, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা গ্রামের মৃত আকবর শেখের ছেলে মো.মন্টু শেখ (৫৪) ও একই গ্রামের মো. নূরুল ইসলামের ছেলে মো. তারিকুল ইসলাম (৪৬) কে পৃথক দুটি মামলা ১ লক্ষ টাকা এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৬৬ ধারায় পৃথক আরেকটি মামলায় কুমারখালী তেবাড়ীয়া এলাকার মো. মোস্তফা কামালের ছেলে মো. জাহাঙ্গীর আলম (২১)কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে কুমারখালী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার জানান, কুমারখালীর যদুবয়রা ইউনিয়নে গড়াই নদী তীরবর্তী স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মাটি কাটার অপরাধে ৩ টি পৃথক মামলায় তিনজকে ১ লক্ষ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আগামীতে এমন অভিযান অব্যাহত থাকবে।