এস এম ত্বাহা জাহিন (মুগ্ধ)। বয়স ৮ ছুঁই ছুঁই। বয়সে ছোট হলেও আরো আগে থেকেই নিজেকে বিভিন্ন সামাজিক, সাংষ্কৃতিক, সেবামূলক, বাঙালি চেতনা, নিরহংকারী, সদালাপী, পরোপকারী ও সেবার মানষিকতার দৃষ্টান্ত স্থাপন করে নজর কেড়েছে সবার। বিশেষ করে করোনাকালে বন্ধুদের উদ্দেশ্যে দেওয়া ভার্চুয়াল সতর্কবাণী নাড়া দেয় ছোট-বড় সকলের মানষ পটে।
সাংবাদিক বাবার কাঁধে চড়ে হাতে ফুল নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনার, ২১’র প্রত্যুষে খালি পায়ে প্রভাতফেরীতে হেঁটে চলা, স্বাধীনতা ও বিজয় দিবসে নিজের সরব উপস্থিতি কিংবা গলায় প্লাকার্ড ঝুলিয়ে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে রাজপথে বড়দের সারিতে নিজেকে জানান দেওয়া ক্ষুদে লড়াকু মুগ্ধর ভিন্ন রকম উপস্থিতি অনুপ্রাণিত করে যেকোন বয়সীদের।
সহপাঠী থেকে শুরু করে সমবয়সী আর ১০ জনের চেয়ে ব্যাতিক্রম প্রতিভার অধিকারী মুগ্ধকে এবার বন্ধুরাই প্রার্থি করেছে আসন্ন স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে।
নির্বাচন কি তা না বুঝলেও নের্তৃত্ব সম্পর্কে ন্যুনতম ধারণা জন্মেছে ছোট্ট মুগ্ধ’র। জনপদের সাংবাদিকতার পুরোধা ও মানবাধিকার নিয়ে কাজ করা এসএম মুস্তাফিজুর রহমান পারভেজ’র একমাত্র সন্তান এস এম ত্বাহা জাহিন (মুগ্ধ)। খুলনার পাইকগাছা উপজেলার ৮নং কপিলমুনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র পরিষদ (স্টুডেন্ট কাউন্সিল) নির্বাচনে এবার প্রার্থী হয়েছে সে।
স্কুলের সহপাঠী ও শ্রেণি শিক্ষকরা জানান, মুগ্ধ সকলের সাথে মিশে চলতে ভালবাসে। তবে যেকোন ধরনের অসঙ্গতি তাকে চিন্তিত করে। যোগান দেয় নিজেকে প্রতিবাদমূখর করে তুলতে। এত অল্প বয়সে তার চরিত্রের বহুমুখী দিক জানান দিচ্ছে শুভ আগামীর।
এদিকে আগামী স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে তার সহপাঠী ভোটারদের সাথে কথা বলে জানার চেষ্টা করেছিলাম তার জনপ্রিয়তা নিয়ে। অধিকাংশদেরই সাফ জবাব তারা ভোট দিবে মুগ্ধকে। তবে কেন ভোট দিবে তার জবাব না মিললেও মুগ্ধই নাকি তাদের সেরা বক্তব্যে, অন্তত এটা স্পট।
সুষ্ঠু গণতন্ত্র চর্চায় সোপানের বাতিঘরে ব্যাতিক্রমী ছোট্ট মুগ্ধরা এগিয়ে যাক তাদের আপন গতিতেই। সকলের প্রত্যাশা এমনটাই।
এবি//দৈনিক দেশতথ্য// জুন ০১,২০২২//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post