Print Date & Time : 24 August 2025 Sunday 12:33 am

গাংনীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মাহাবুল ইসলাম, গাংনী: মেহেরপুরের গাংনীতে আইন শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা মুুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সামসুল আলম সোনা, গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুপ্রভা রানী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, কাজিপুর ইউনিয়নের চেয়ারম্যান আলম হোসাইন, বামন্দী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহ আলম, খানখোলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান গোলাম মোস্তফা মন্টু, গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, গাংনী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিয়াদুল ইসলামসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।