খোয়া গেছে ৮ লাখ ১০ হাজার টাকা
মেহেরপুর প্রতিনিধি: গাংনী উপজেলার বামন্দী বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় চুরির ঘটনা ঘটেছে। রাতের আঁধারে একদল চোর জানালার গ্রিল কেটে ব্যাংকের ভেতরে প্রবেশ করে এবং ভল্ট ভেঙে ৮ লাখ ১০ হাজার টাকা ও সিসি ক্যামেরার হার্ডড্রাইভ নিয়ে গেছে। বৃহস্পতিবার (৪ মার্চ) দিবাগত মধ্যরাতে এ চুরির ঘটনা ঘটে।
জানা গেছে, সোমবার নিয়মিত ব্যাংকিং কার্যক্রম শেষে শাখাটি বন্ধ করা হয়। সে সময় ব্যাংকের ভল্টে ৮ লাখ ১০ হাজার টাকা সংরক্ষিত ছিল। সকালে ব্যাংকের কর্মীরা এসে দেখতে পান জানালার গ্রিল কাটা এবং ভল্ট ভাঙা।
বামন্দী ইসলামী ব্যাংকের শাখা ম্যানেজার হামিদুল ইসলাম কাজল জানানঃ-রাতে চোরের দল ব্যাংকের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে এবং ভল্টে থাকা টাকা নিয়ে গেছে। এছাড়া ব্যাংকের সিসি ক্যামেরার হার্ডড্রাইভও খুলে নিয়ে গেছে। বিষয়টি আমরা সঙ্গে সঙ্গেই পুলিশকে জানিয়েছি।
এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে সকালে ব্যাংকে স্থানীয়দের ভিড় জমে যায়। চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী।
এলাকাবাসীরা জানান,এলাকায় এমন ঘটনা আগে ঘটেনি। ব্যাংকে এত বড় চুরি হওয়ায় আমরা সবাই আতঙ্কিত। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করা হোক।
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার,আব্দুল করিম জানান, চুরির ঘটনায় পুলিশ, ডিবি এবং গোয়েন্দা সংস্থার একাধিক টিম কাজ করছে। অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। ব্যাংকের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে। ব্যাংক কর্তৃপক্ষও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ করছে।
এবি//দৈনিক দেশতথ্য//মার্চ ৪, ২০২৫//8