Print Date & Time : 13 March 2025 Thursday 11:02 am

গাংনীতে এক মাদক কারবারি আটক

মাহাবুল ইসলাম, গাংনী, মেহেরপুর:

মেহেরপুরের গাংনীতে ৯৩ বোতল ফেনসিডিল ও ২ কেজি ৯৫ গ্রাম গাজাসহ জামাল হোসেন (৪৭) নামের এক মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব। গাংনী র‍্যাব ক্যাম্পের একটি টীম শুক্রবার দিবাগত মধ্য রাতে উপজেলার হিজলবাড়িয়া হাওয়া ব্রিক্সের সামনের রাস্তা থেকে তাকে আটক করে। 

আটককৃত জামাল গাংনী উপজেলার মাইলমারী টেংরামারি পাড়ার মাহাতাব আলীর ছেলে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে র‍্যাব-১২ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি মনিরুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি অভিযানীক দল গাংনীর হিজলবাড়িয়া গ্রামের হাওয়া ব্রিকস এলাকায় অভিযান চালিয়ে তাকে করে। এসময় তার দুই সহযোগী র‍্যাবের উপস্থিতি টের পেয়ে গাংনী উপজেলার মাইলমারি গ্রামের আব্দুস সালাম মন্ডলের ছেলে মহিবুল ইসলাম (৩৬) ও হিজলবাড়িয়া গ্রামের মৃত ফরিদের ছেলে জাহাঙ্গীর (৪২) পালিয়ে যায়। তিনি আরোও জানান, আটককৃত জামালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিযন্ত্রণ আইনে মামলা পূর্বক গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে। এবং পলাতক আসামীদের আটকের অভিযান অব্যাহত রয়েছে।

এস//দৈনিক দেশতথ্য//ফেব্রুয়ারী ২৪,২০২৪//