Print Date & Time : 3 July 2025 Thursday 6:54 pm

গাংনীতে এডভােকেসি সভা অনুষ্ঠিত

মাহাবুল ইসলাম, গাংনী: মেহেরপুরের গাংনীতে এডভােকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে গাংনী পৌরসভার সম্মেলন কক্ষে মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর আয়োজনে সেন্টার ফর ল এন্ড পলিসি এফেয়ার্স (Citizen Network) এর সহযোগিতায় অসংক্রামক রােগ, প্রতিরােধে শরীরচর্চা ও কায়িক পরিশ্রম নিশ্চিতে খেলার মাঠ, পার্ক ও উন্মুক্ত স্থানের বাজেট বরাদ্দ বিষয়ক উক্ত সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মউকের নির্বাহী প্রধান আসাদুজ্জামান সেলিম। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।

প্রোগ্রাম ম্যানেজার ফাহিমা খাতুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল, এসময় গাংনী উপজেলা শিক্ষা অফিসার নাছির উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরশাদ আলী, উপজেলা প্রকৌশলী ফয়সাল আহমেদ, গাংনী পৌরসভার প্রকৌশলী শামীম হােসেন, পৌরসভার সাবেক কমিশনার শাহিদুল ইসলাম, সাবেক কমিশনার এনামুল হক ও গোলাম আম্বিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।