মেহেরপুর থেকে আঃ আলিম :
বিএসটিআই থেকে এক পণ্যের অনুমোদন নিয়ে তৈর করছেন ১৬ পণ্য। এ অপরাধে কারখানায় অভিযান চালিয়ে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার ১৮ জানুয়ারি দুপুরে মেহেরপুরের গাংনীর পশ্চিম মালসাদহ গ্রামে এআর কেমিক্যাল কারখানায় ডিবি ও ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালিয়েছে ।
ভোক্তা অধিকার আইনে কারখানা মালিক আসাদুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে।
অভিযান সুত্রে জানা গেছে, আসাদুল ইসলামের এআর কেমিক্যাল ফ্যাক্টরীতে ডিটারজেন্ট পাওয়ার তৈরির জন্য বিএসটিআই অনুমোদন রয়েছে। এর আড়ালে তিনি তৈরি করছেন টয়লেট ক্লিনার, গ্লাস ক্লিনার, ডিস ওয়াশ ও ফ্লোর ওয়াশসহ বিভিন্ন প্রকার ক্লিনিং পণ্য। গোপন সংবাদের
ভিত্তিতে মেহেরপুর জেলা ডিবি পুলিশ ওসি জুলফিকার আলী ও সঙ্গীয় ফোর্স কারখানায় অভিযান চালায়। এসময় মেহেরপুর জেলা প্রশাসনের সহকারি কমিশনার মাসতুরা আমিনা কারখানা মালিককের ভোক্তা অধিকার আইনে দোষী সাব্যস্ত করে ৫০ হাজার টাকা জরিমানা
অনাদায়ে এক মাসের কারাদন্ডের আদেশ দেন। সেই সাথে পণ্য জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসতুরা আমিনা বলেন, অনুমোদনবিহীন উৎপাদিত পণ্য জব্দ করা হয়েছে। কারখানা মালিক অনুমোদন নিবেন বলে আর্জি জানিয়েছেন। পুনরায় এ অপরাধ সংঘঠিত হলে তাকে কঠোর সাজা দেওয়া হবে।
দৈনিক দেশতথ্য//এল//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post