Print Date & Time : 12 September 2025 Friday 12:27 pm

গাংনীতে কােমল পানি ভেবে বিষপান!

গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর গ্রামে কােমল পানি (কােক) ভেবে অজিত রায় (৫৫) নামের এক গ্রাম পুলিশ বিষপান করেছেন। বিষপান করার পর অজিত অসুস্থ হয়ে পড়লে,স্থানীরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গ্রাম পুলিশ অজিত রাইপুর গ্রামের কার্তিক রায়ের ছেলে।
সােমবার (২৫ এপ্রিল) সকালে বিষপানের ঘটনা ঘটে। হাসপাতাল সূত্র জানায়,অজিতের নাতি ছেলে ক্ষেতে পােঁকা দমনের জন্য ঘরে কােমল পানির খালি বােতলে বিষ রেখেছিল। সােমবার সকালে অজিত কােমল পানি (কােক) ভেবে,পান করেন। পান করার কিছুক্ষণ পর সে অসুস্থ হয়ে পড়ে। এসময় স্থানীয় লােকজন তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

দৈনিক দেশতথ্য//এল//