মাহাবুল ইসলাম, গাংনী: মেহেরপুরের গাংনীতে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে গোল্ডকাপ (অনূর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় গাংনী উপজেলার রাইপুর ইউনিয়ন ফুটবল দলকে ১-০ গোলে পরাজিত করে বামুন্দী ইউনিয়ন ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
শনিবার (১৮ জানুয়ারি) বেলা ১১-টার সময় গাংনী হাইস্কুল ফুটবল মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় বিজয়ী দলের রাহুল ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।
গাংনী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ টুর্নামেন্টে উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভা-সহ মোট ১০টি দল অংশগ্রহণ করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর রহমান, উপজেলা এলজিইডি প্রকৌশলী ফয়সাল আহমেদ, উপজেলা ফ্যামিলি প্লানিং কর্মকর্তা মামুনুর রশিদ, ছাত্র সমন্বয়ক মুজাহিদুল ইসলাম, সাদ্দাম হোসেন জীবন, বামুন্দী ও রাইপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী ও উপজেলা ক্রিয়া সংস্থার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্ট জুড়ে রেফারির দায়িত্ব পালন করেন আব্বাস উদ্দীন, মাহাবুবুর রহমান, পারভেজ ও সাইফুল ইসলাম।
ধারাভাষ্যে ছিলেন সুলেরী আলভী ও সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post