মোস্তাফিজুর রহমান, মেহেরপুরঃ
মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দি বাজারে অভিযান চালিয়ে চার অষুধ ব্যাবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত ।
সোমবার সকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) নাজমুল আলম এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদলতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল আলম জানান, বামুন্দি বাজারের তামিম ফার্মেসীতে স্যাম্পল ওষুধ রাখার অপরাধে ৬০০০/- টাকা, সাফায়েত ফার্মেসীকে ৬০০০/- টাকা, হুমাউন ফার্মেসীর লাইসেন্স নবায়ন না থাকার অপরাধে ২৫০০/- টাকা ও কাজল ফার্মেসীকে একটি ফিজিশিয়ান স্যাম্পল রাখার অপরাধে ১০০০/- টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনায় সহযোগীতা করেন মেহেরপুর জেলা ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারি পরিচালক কে এম মুহসিনিন মাহবুব। এসময় গাংনী থানা পুলিশের একটি টীম ভ্যাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগীতা করেন।
দৈনিক দেশতথ্য//এল/
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post