Print Date & Time : 21 August 2025 Thursday 6:39 pm

গাংনীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

গাংনী প্রতিনিধি: “জন্ম-মৃত্য নিবন্ধন, আনবে দেশে সুশাসন” এই প্রতিপাদ্যে মেহেরপুরের গাংনীতে পালিত হয়েছে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস।

এ উপলক্ষে রোববার সকাল ১০ টার দিকে গাংনী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাজীপুর ইউনিয়ন চেয়ারম্যান আলম হুসাইন, সাহারবাটি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আছমা খাতুন, কাথুলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ, ধানখোলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান ফিরোজ, বামন্দী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহ আলম, তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল ওয়াহাব প্রমুখ।